কেন জানি উর্বশীরা প্রেমে পড়ে যায়
এমন কোন কিছুই তো আমার মাঝে নেই।
আলাদা কোন বৈশিষ্ট্য বা গুণ
কিছুই তো নেই-।
সাধারণ মানুষ। সাধাসিধে চলাফেরা।
প্রভাব-প্রতিপত্তি নেই। সেলিব্রেটি নই।
ডুপ্লেক্স বাসাও নেই। চাকুরীর সুবাদে চলছে ভাড়াটে জীবন।
দীর্ঘ কয়েকটি বছর ধরেও ভালো ক্যারিয়ার হয়নি এখনো-
দায়সারা পড়ালেখা আর একটু লেখালেখি চলছে-।
আমাকে খুব স্মার্ট বা সুদর্শন ভাবারও কারণ নেই
স্বরেও হয়তো মোহনীয় সুর নেই।
এমন কোন আচরণ বা ভঙ্গিমাও দেখাই না
তবে কেন উর্বশীরা প্রেমে পড়ে?
অভিজাত্য নেই। জাঁকজমকপূর্ণ লাইফ-লীডও করিনা
একদম সাদাকালো জীবন যাপন করি- অনেকটা ছিমছাম।
বাউন্ডুলে বা যাযাবর হবার ইচ্ছেও নেই; তবে ভ্রমণ পিয়াসী।
তবে কেন উর্বশীরা প্রেমে পড়ে?
অশ্রাব্য ভাষা প্রয়োগ কিংবা অশ্লীলতার আবেদন
কোনটাই আমার সাথে যায় না-!
তবে কেন উর্বশীরা প্রেমে পড়ে?
কেন জানি উর্বশীরা প্রেমে পড়ে যায় !
এমন কোন কিছুই তো আমার মাঝে নেই।
মিথ্যে আশ্বাস দেইনা। অহেতুক কথাও বলিনা
বডি ফিগার প্রদর্শনের প্রিফারও নেই আমার মাঝে।
অবশ্য একটু কমপ্লিকেটেড- এই আর কি !
তবে কেন উর্বশীরা প্রেমে পড়ে?
কাউকে প্রেমে জড়ায়ে অভিশাপ নিতে চাই না
বরং সকলে ভুল বুঝে চলে যাও- ঘৃণা কোরো আমায়।
আমার প্রতি কারো অমন দূর্বলতা চাই না-
শুধু ব্যক্তিত্বে প্রিয় হয়ে উঠতে চাই- ভালোবাসার মানুষ হিসেবে নয়।