বারবার বিশ্বাস ভাঙো
তবুও বিশ্বাস করি-
বহুবার অভিনয়ে রাঙো
তবুও সত্যিই মনে করি।
ফেরার আশ্বাস দাও
নতুন স্বপ্নে সাজাও;
একসময় নিরাশার
মরিচিকা বালুচর।
আসবে না পথ ভুলেও
শতবার অনুরোধ রাখলেও
দিনশেষে অবশেষে
ভুল হয় ভুল মানুষকে ভালোবেসে
আশায় বক্ষ বাঁধার খুব কাছে
একটা যাতনা আছে-।
আসবে না ভেবেও
আশায় বেসাতি অন্তর,
চিরতরে ভুলে গেলেও
যন্ত্রণায় অনুভব সুখকর।
বারবার হতাশ করে
না ফিরলেও বাহুডোরে
চিরকাল হৃদয়-কোঠরে
ভালোবাসা থাকে অপেক্ষার প্রহরে।