কোথা গেলে প্রিয়জন?
আকুল হৃদয় করে ক্রন্দন
ঘটে রক্তক্ষরণ
ভারাক্রান্ত মন।
কোথা গেলে পাবো খুঁজে
দু'নয়নের তৃপ্তি বুঝে
অন্তর শীতল হয়
তব অপলক দেখায়।
খুঁজে খুঁজে ক্লান্ত
ব্যকুল চিত্ত অশান্ত
অবহেলায় থেকে থেকে হতাশায়
বেদনা বেঁধেছে নিরাশায়।
কোথা গেলে
হারালে কোন মোহজালে
নগরীর সহস্র মানুষের ভীরে
লুকিয়ে রয়েছো কোন নীড়ে?
একবার যদি দেখিতে
কতটা ব্যকুলতা এ চাহনিতে !
ভেবোনা, নেবো প্রতিশোধ
হারানোকে ফিরে পেয়ে
অসীম প্রাপ্তি ছুঁয়ে
ধরে রেখে হতে চাই সুবোধ।