আমরা ঠিক সম্পর্কের দূরত্ব বুঝে উঠতে পারি না
নিরাশার দহনে পেয়ে যাই প্রচ্ছন্ন যাতনা।
দূরে থাকাটাই শুধু দূরত্ব নয়,
দূর-বহুদূর হতে পারে বিশ্বাস ও চিন্তায়।
বহুবার বিচ্ছেদের ভান করে
কাছে থেকে সারাজীবন দ্বিধা-দ্বন্দে লড়ে
মনতুষ্টি বিসর্জন করে অপাত্রেই
দায়িত্ব আর সামাজিকতা একসময় মেনেই নিই।
পাশে থেকেও দূরে থাকা
দূরের কাউকে আপন করে রাখা
পাওয়ার পরও পাবার সাগ্রহ স্বাভাবিক
সম্পর্ক কেবল চিরায়ত আত্মিক।
প্রতীক্ষার যেমন অস্বস্থি আছে
তেমন দীর্ঘকাল বয়ে চলার সানন্দেই বাঁচে,
সম্পর্কের দূরত্ব রক্ত দিয়ে পরিমাপ করা যায় না
তা চিরকাল হৃদয়ের বাহুডোরে সৃষ্টি করে কামনা।
সম্পর্ক একঘেয়ে হয়ে উঠলে
দূরত্ব বাড়তে থাকে অস্তকালে
তখন যত্নশীল ভাবে একে অপরের
প্রাধান্য ও উৎসাহ সৃজন হয়না অন্তরের।
অযথা অভিমানের কারণে মতান্তর হয়;
সম্পর্কের দূরত্ব বাড়ায়-।