আর কত?
এক বুকে এক হৃদয়ে বেদনা জমেছে শত।
দীর্ঘ সহ্য ক্ষমতার একসময় বাঁধ ভেঙে যাবে
টুকরো কাঁচের মতো চূর্ণ-বিচূর্ণ- আশাগুলো অপ্রাপ্তিতে রবে।
অভিমান হবে সুদীর্ঘ, ক্ষোভের সৃষ্টি হবে
ঘৃণার বিরাগে সকল ধৈর্য্য মৃত্তিকায় পড়ে থাকবে।
জমিনও হবে ওলট-পালট সমগ্র পৃথিবী ধারণ করে
আর কত? কেঁদে যেতে হবে বাস্তবতার যাতাকলে
হৃদয়ের ধর্ম- কারণে-অকারণে দুঃখ পাবে আড়ালে
সমস্ত জীবনের জমানো আঘাত গুলো বিস্ফোরিত কারো তরে।
সহস্র যন্ত্রণা দাও- আর কত সয়ে যাবো
সহ্যতা আছে বলে কি অন্তরকে আজিবন কাঁদাবো?
শুন্যতা থেকে সৃষ্টি হয়ে শুন্যই হয়ে আছি
পূর্ণতা হবে কবে- অসীম প্রেমের অপেক্ষায় তো রয়েছি-।