তুমি কি স্মার্টনেস কাউকে চাও?
তাহলে সেলস মার্কেটিং অথবা ওয়েটারদের কাছে যাও-।
সকাল বেলা হাত-মুখ না ধুয়ে বেড-টি খাওয়াটা প্যাশন?
সিগারেটের গন্ধের সাথে চুইংগামের ফ্লেভার, ছোট্র বোতলের দুয়েক পেগ মেরে দেওয়াটা উন্নত মানুষের কাজ !
দম্ভ ভরে চলাটাকে কি স্মার্টনেস বলো?
চক্ষু-রোগীর মত চশমা বা সানগ্লাস পরাটাতে,
অনেক রিলেশন করাটাতে- স্মার্টনেস প্রকাশ পায়?
জিমের ফিগার দেখে যে আগ্রহ ওঠে কখনো
আগ্রহ বাড়লেই কি সেটার যোগ্যতা- প্রমাণ হয় !
বিশাল অর্থের মালিক হওয়া কি স্মার্টনেস?
দেশ-বিদেশে ভ্রমণ করা, সেলিব্রিটি হওয়া, মোটিভেশনাল স্পিকার- এসব কি স্মার্টনেসের মাপকাঠি?
তাহলে কি মাষ্টার্স ডিগ্রী ঝুলিয়ে ঘুরে বেড়ানোটা স্মার্টনেস?
তাহলে কিসে স্মার্টনেস-
ব্যক্তিত্বের লেভেলে !
কোন এ্যাপার্টমেন্টের রিসিপশনের কাউকে দেখেও
স্মার্টনেস ভাবার কারণ নেই।
নিজেকে পরিপাটি ও পরিচর্যার সাথে
মূল্যবোধ-মনুষ্যত্ব ও চরিত্রকে টিকিয়ে রাখাই বড় স্মার্টনেস।