কোন মানুষ স্বার্থহীন নয়,
ভালোবাসা কিভাবে নিঃস্বার্থ হয়?
স্বার্থ তৎপরতাকে কেবল
স্বার্থপরতা ভেবে রাখি চেতনা সচল।
অথচ সকলি প্রয়োজন
মিছেমিছি আয়োজন
শারিরীক-মানসিক পরিতৃপ্তি
আবেগ অনুভব আসক্তির ব্যাপ্তি।
প্রিয়জনরাও প্রয়োজনে হয় অর্থহীন
ভালোবাসা নয় শর্তহীন,
কখনোই একতরফা আকর্ষণে
মিলন হয়না বিনা কারণে।
নিজের জন্য অপরকে ভালোবেসে ফেলা
নিজের সুবিধায় করে অবহেলা।
পরিস্থিতি ও চাহিদার নামে
শুন্যতার ভেজা খামে;
সকলি স্বার্থপর
হোক কম বা বেশী মাত্রার।