প্রতিক্ষণে
হেঁটে চলি যতনে
ধীরে চলা
স্বচ্ছ জল-বালু ঘোলা,
নিজেকে গুটিয়ে ফেলা
কালে-মহাকালে কাঁটাই বেলা।
শামুকের মত
অবিরত
বালুচরে
পথ-বিপথে ভর করে
পাই জীবনের
মহা যাপনের
রূপ
প্রতিরূপ।