কবিতা হৃদিতলের ধ্বনি
আবৃত্তি তার প্রতিধ্বনি।
যার যতনে উচ্চারণে
সুমধুর সুরের টানে
শব্দগুলো প্রাণ ফিরে পায়
পরিচিত হয় স্বার্থকতায়;
হয়ে ওঠে জীবন্ত
প্রকাশিত অনন্ত।
যার ঠোঁটের কিণারায়
মুক্তো ঝড়ে
হৃদয় স্পর্শিত হয়
প্রশান্তির বাহুডোরে।
পাঠের পরতে পরতে মায়ায়
উথলে আবেগ আচ্ছন্ন বারান্দায়,
যেন চারিধার তোলপাড়
সানজিদা ফুলের স্বর।