মুক্তি চেয়েছিলাম-।
আমাকে শাসক দিলো
ফাঁসির আদেশ !
জনস্রোতের সুমুখে
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে
সমস্ত শক্তি দিয়ে;
উচ্চারণ করলাম-
যুদ্ধ !
কয়েক মিনিটের মধ্যেই
জলস্রোতের মতো
শব্দ প্রকম্পিত হতে
শুরু করলো- মুক্তিযুদ্ধ ।
শাসকের গুষ্টি
পালাবার পথ খুঁজলো,
অবশেষ স্বাধীনতা পেলাম-।