কলেজের জীববিজ্ঞান পরীক্ষার দিন
একজনকে পছন্দ করেছিলাম-

পরে একসময় জানলাম,
সে এমন একজনের সাথে
রিলেশন করে !  
যার চেহারায় মাদকাসক্ত ভাব
হিংস্রতা ও অশ্লীলতা ষ্পষ্টতর।

অতি রূপবতীর রুচিবোধ
প্রশ্নবিদ্ধ।