তুমি তো মানুষ !
মানুষদের দেখেই প্রভাবিত হবে।
যেখানে একে-অপরে বিশ্বাসভঙ্গ করছে,
সেখানে আমাকে কেন বিশ্বাস করবে?
কথা দেওয়া-নেওয়াও বরখেলাপ হয় !
দীর্ঘদিনের সম্পর্ক নিমেষে দূরত্বের
আশা ভঙ্গের যন্ত্রণা চিরকাল কাঁদায়-।
চারপাশে প্রতারণা ও অভিনয়ের জাল
বাস্তবকেও ভুল দৃষ্টিতে দেখে অভ্যস্ত !
সন্দেহ আর প্রবঞ্চনার মোহে বিমোহিত
হওয়াকে লোভে পরেই ভালোবাসা বলি।
তোমার আশেপাশেই অমানুষ গুলো
মুখোশ পরে মানুষ সেজেছে; দক্ষতায়
কাছাকাছি থাকাতেই প্রভাবিত ঘটে
তোমার মনের পরিবর্তন হয়, আচমকাই
পরিবর্তন হয়- চাহিদা, রূচি ও মানসিকতার।
আজকাল দূরের কাউকে ভালোবেসে
ভালোবাসা টিকিয়ে রাখতে পারেনা কেউ।