আমরা কাউকে হারিয়ে ফেলার ভয়ে
ভালোবাসার কথাটি বলতে ভয় পাই
কিন্তু সে দীর্ঘ অপেক্ষা অবশেষে
যাতনা হয়েই সমস্ত জীবনে বিস্তার লাভ করে-।
শত কষ্ট অন্তরে লুকিয়ে হাসাটা সহজ নয়
কারণে-অকারণে কেবল পাগলরাই হাসে
নিজেদের উন্মাদনায় প্রত্যেকে আমরা
নিজেদের স্বাভাবিক ভাবি-।
কাউকে প্রচন্ড পাবার আগ্রহ যে
চরম উন্মাদনার বহিঃপ্রকাশ
সেটাকে আমরা ভালোবাসা নাম দিয়ে
অফুরন্ত উচ্ছাসে তৃপ্তি খুঁজে চলি-।
কাউকে হারাবার ভয়ে
না বলা কথাগুলো
অগোচরে নিয়মিত বিদ্ধ করে।
আশাহত হবার সংকোচ না রেখে
মনের কথাগুলো ব্যক্ত করাতেই
ঘুচবে অনিশ্চয়তার অবসান-।
হোক বা না হোক
কখনো সুপ্ত কামনা প্রকাশ; স্বস্তি।