হে প্রিয়তমা,
আমায় ঘৃণা কোরো;
প্রচন্ড ঘৃণা কোরো না।
বারবার তোমায় বিরক্ত করি-
আমাকে ভুলে যাও বলে,
স্মরণ করিয়ে দেই-
আমি ভালোবাসি তোমাকে।
আমাকে প্রচন্ড ভালোবাসবার
দরকার নেই,
শুধু সারাজীবন দায়িত্ব নিয়ে
পাশে থাকতে চাই।
বেশী ভালোবাসা বেশীদিন টিকে না।
হে প্রিয়তমা,
আমার প্রতি অভিমান কোরো;
প্রচন্ড অভিমান কোরো না,
যে অভিমান-
সম্পর্কের দূরত্ব বাড়ায়।
হে প্রিয়তমা,
আমার প্রতি- ঘৃণা, বিরক্তি ও
অভিমান খুঁনসুটিতেই হোক;
ভালোবাসার চেয়ে
চিরকাল কাছে থাকার মোহটাই
আমাকে বারংবার কাছে টানুক-।