বয়স বাড়ার সাথে সাথে
আবেগ গুলো আড়াল হয়ে যায়।
দায়িত্ব আর বাস্তবতায় দন্ডিত
কারাবাস সেখানে ব্যস্ততা,
রোমান্টিকতা-আবেগ-অনুভব
অর্থের মাপকাঠিতে বিচার হয় !
প্রতিষ্ঠিত হওয়ার মানসিক চাপে
পিষ্ট হয় বহু স্বপ্নবাজ হৃদয়-
একটা সময় সবই ধূসর দিগন্তের
মহামিলন সেখানে মহাপ্রয়ান।
কথা দেওয়া না দেওয়ার আক্ষেপ
ক্রমান্বয়ে কিংবা আচমকা
সবকিছু পরিবর্তনশীল-
অতীতের স্মৃতি নিয়ে পড়ে থাকা
ব্যর্থতার অভিশাপ ব্যতিত কিছু নয়,
চলমান সময়ের সাথে সাথে
নিজেকে মানিয়ে নিয়ে
অকৃতজ্ঞ হওয়াটাই হয়তো স্বার্থকতা !