কার প্রতি অভিমান করবো
যে একেবারে ছেড়ে চলে যায় !
সবার সাথে অভিমান করে থাকা যায় না
আবার কারো সাথে অভিমান করাটা বেমানান।

অভিমানের একটা মূল্য আছে-
যে অভিমান ভাঙানোর উপায় জানেনা
তার সাথে নিছক সম্পর্ক রাখাটা মানানসই নয়।

যত সময় যায়- অতিক্রম হয় জীবনের অসংখ্য দিন
অতীতের ফেলে আসা
সবকিছু মলিন না হয়ে
শরৎকালের আকাশের মতো
মননে-উৎকর্ষে-অনুভবে
আগ্রহ বাড়িয়ে দেয়।

তাকেই ভূলে যাওয়া যায়
যে মনে রাখার মতো কিছু করেনা,
উপলব্ধি বোধ যার মাঝে নেই
অভিমান ও অস্বস্থির পার্থক্য যে বোঝে না।

অভিমানের একটা মূল্য আছে
সে অভিমান সবার সাথে করতে নেই।

যে সম্পর্ক ছিন্ন করে চলে যায়
তার সাথে দীর্ঘ অভিমানের প্রশ্ন বড়ই দূর্বল,
অভিমান তো কোন কারণ ছাড়াই
ইচ্ছে বা অনিচ্ছায়
একটা সম্পর্ককে আরও গভীর করে তোলে।

অভিমান করে থাকা যায়
আড়াল হয়ে যাওয়া যায় না,
অভিমান তার সাথে করতে হয়
যে অভিমান বোঝার যোগ্য।

যে কারণে কিংবা অজুহাতে
অথবা বিনা কারণে
কথা দেওয়া সিদ্ধান্ত বদলাতে পারে
সে অভিমান করলে কি
আর না করলেই বা কী !

এক ফোঁটা চোখের জল
চির অভিমান
বিষিয়ে তুলতে পারে
সমস্ত অন্তকরণ।

অভিমানের প্রয়োজন আছে
তার কারণে আত্মিক প্রেমের সৃষ্টি হয়
আত্মা স্পর্শ করে ঘনিষ্ঠ হবার  
প্রেমকে এড়িয়ে যেতে কেউ পারে না।

অভিমানের একটা মূল্য আছে,
কিছুটা সময় অভিমান করেই
যাচাই করে নেওয়া যায়-
জানা যায় কতটুকু ভালোবাসা।