তোমাকে শুধুমাত্র রূপের জন্য ভালোবাসি না
শুধু কাছে পাবার নেশায়ও নয়, ভালোবাসায় এসব বিশেষ পছন্দের বাধ্যবাধকতা নেই।
তোমার পরিবার এবং
সমাজ কেমন জানিনা,
তোমার ব্যক্তিগত অতীত
অভ্যন্তরীণ স্মৃতি অজানা।
জানার মধ্যে এক চিলতে হাসিতে মুগ্ধ হয়ে
যতটুকু অনুমান করা যায়
আর কি !
শুধু কয়েকবার দেখেই বিমোহিত হয়েছি,
অন্যরকম এক অনুভূতি পেয়েছি।
একাকী নির্জন পাহাড়ের
উঁচু-নীচু পথে চলার সময়
ক্ষণিকের উপস্থিতি পেয়ে
যেন স্বস্তি পেয়েছি।
সংখ্যাগত ভাবে
এটা প্রথম প্রস্তাব নয়
আরও দুয়েক জনকে সঙ্গীনি করার আগ্রহ দেখিয়েছিলাম-।
অবশ্য সেগুলো প্রত্যাহত হয়নি
বরং নিশ্চিত নিঃশেষ হয়েছে-
কেউ অন্যের অধীনে
কেউ না ফেরার দেশে
কেউ ভিনদেশে গেছে-।
রূপবতীরা এতো বেশী পরিমাণে ব্যক্তিত্বহীন ছেলেদের
অহরহ অফার পায়,
তাতে ভালো ছেলেদের প্রতি তাদের বিশ্বাস হয়না আর।
সরাসরি অথবা সোস্যাল মাধ্যমে হোক;
প্রেম সঠিক হলে মাধ্যম কোন ম্যাটার না।
পরিচিত হোক আর অপরিচিত হোক
সঠিক মানুষকে গ্রহণ করাটাই বড় কথা।
আত্মীয়-স্বজনের মাঝে বা পরিচিত কাউকে
বিয়ে করলেও ডিভোর্স হয়ে যেতে পারে
আবার দূরের কারো সাথেও সারাজীবন পাশে থাকা যায়।
মূলত, সম্পর্ক অবস্থা ও পরিস্থিতির ওপর ডিপেন্ড করে দিক বদলায়।
যে দেখতে ভালো তার কাছে নয়,
যে যত্ন ও নির্ভরতায় রাখতে চায় তার কাছে যাও।
যে মানুষটা লোভ দেখায়, নির্জলা মিথ্যা বলে,
ইমোশনাল অভিনয় করে
তার কাছে কখনো প্রশান্তি পাবেনা।
কি করবে আর কি করবে না
সেটা একান্তই তোমার ইচ্ছে-।
জেদ করে জয়ী হওয়া মানে
জীবনে জয়ী হওয়া নয়,
অযথা বিরক্তি প্রকাশ করে
ঘৃণা-ক্ষোভে এড়িয়ে যেতে পারো
তবে একদিন উপলব্ধি হবেই।
অতৃপ্তির যন্ত্রণা ছড়িয়ে যাবে
সমস্ত অন্তকরণে
বিষপানের মতো।
আমাকে ভেতর থেকে জানো না সেজন্য বাহ্যিক আবরণে পরিচিত হওয়া অন্যকে নিয়ে বিলাসিতার স্বপ্ন দেখছো-।
স্বভাবত, যাকে যত সময় দিবে
তার ওপর তত নির্ভরতা,
ভরসা ও বিশ্বাস আসবে
সেটা স্বাভাবিক।
পোষা প্রাণীও মানুষের বিপরীতে প্রিয় হয়ে উঠবে।