উর্বশী, দেখেছিলাম নীল নেত্রে তোমায়
নীল পরিহিতা, নীলরঙা ! দৃষ্টির মুগ্ধতায়,
ভালবাসার অনুভূতি থেকে নিরবতায়
যেচেছি, মধু পিয়াসী প্রেরণা যোগায় আমায়.
চোখের পর্দা খুলে
অযাচিত ভূলে
দৃষ্টিভেদ চশমার
অপলক যোজনায়.
নীলরঙা, রূপবতী অধর ছুঁয়েছি
হরিণী চাহনি পেয়েছি
প্রেমের শর্ত নয়ঃ করতে হবে জীবনকাল
এক মূহুর্তের উপলব্ধেই মহাকাল
চিরকাল
অনন্তকাল.