সম্পর্ক শেষের দাঁড়প্রান্তে দাঁড়িয়ে
সহস্রবার অনুরোধ করেছি-
আমার বিপরীতে কারো মাঝে অবারিত ভালোবাসা ও সুখ পাবেনা।
কিন্তু ভিন্ন স্বাদের
রঙিন সুখ সন্ধানের জন্যই
যখন উদগ্রীব হয়ে আছো
অনুনয়, কাতরোক্তি ও আবেগ সেখানে মূল্যহীন।
বহুবারের আকুতিকে অবজ্ঞা করে
বিত্তের নেশায় যাকে গুরুত্ব দিয়ে
বিলাসিতার লিপ্সায় ছুটে চলেছো,
তার থেকে একদিন অবহেলাই পাবে
প্রয়োজনে ব্যবহৃত হবে শুধু
সেখানে অভিমান, অভিযোগ বড়ই বেমানান।