অপমান ও অবহেলার আঘাতে
ভেতরে ভেতরে শেষ করি নিজেকে।
চিরকাল ভালোবেসে যাবো-
নির্মমতা সহ্যের হৃদয় নিয়ে।
অতীতের প্রতিশোধ নিবো না,
পূণরায় বিশ্বাসও করবো না।
মায়ার কারণে প্রতিঘাত করিনা
তাতে ভেবোনা ক্ষমা করে দিয়েছি !
সব আঘাতের প্রতিশোধ নিতে নেই
নিয়তির বিচার হবে নিশ্চয়ই।
কথা দিয়ে কথা না রেখে
অজুহাত দিয়েছো শুধু;
চলে যাবার বাহানা সবই বুঝেছি।
সম্পর্কের ভাঙনে অতঃপর নীরবতা বেছে নিয়েছি
ভেবো না ভুলে গিয়েছি,
ভুলে যাবো কখনো।