আমি স্বেচ্ছায় কারাবরণ করবো,
জনসমুদ্রে জাতিকে উসকানি দিয়ে এসেছি-।
অপেক্ষা করবো
স্বাভাবিক পরিস্থিতির;
আমি নিশ্চিত ভাবে
মহানায়ক বনে যাবো।
জনপ্রিয়তা পাবার জন্য
নিবেদিত চাটুকারের গোষ্ঠী তৈরী করবো-
ইতিহাসে হয়ে যাবো
স্পর্শকাতর।