বক্ষ কম্পনের হিয়ার অশ্রুতর্পনে
নিরাশা ছেয়ে গেছে চারদিক যারে বিনে,
সে কি জানে অবহেলার বিষাদ
ত্বরা ক্ষুণ্নমনা আর্তনাদ?
রূপসীদের দেখে কমনীয়তা
তবুও ইচ্ছে হয়নি করতে সখ্যতা,
ঐকাগ্র এ অন্তঃকরণ
শুধু মায়াবতীকে প্রয়োজন।
ভরসার বুক, নির্ভরতার হাত
মান-অভিমানের হোক যত সংঘাত,
ভীর করে কতশত সুন্দরী নারী
আবেক্ষণ শুধু মায়াবতীকে ঘুরেফিরি।
যার ওপর থাকুক যার মন
মম অভিমানী মায়াবতীকে প্রয়োজন।