অভিমান করেই যদি ভুলে যাও
তাহলে তো ভালোবাসোনি
অভিমানের পরও
বারবার ফিরে আসো
তবেই তো ভালোবাসার প্রকাশ।
অভিমান করবে- স্বাভাবিক
তবে সেটাতে অটল থেকোনা
উপলব্ধির জন্য তা প্রয়োজন হতে পারে
দীর্ঘ করোনা; সম্পর্ক যেন না ভাঙে।
জাহাজের মাস্তুল ধরে রেখেছি
জলদস্যুরা যেন তোমাকে না ছোঁয়-।