জমানো কষ্টগুলো ফেলে
একদিন এক নিঃশ্বাসে প্রকাশ করবো বলে
অবহেলার যন্ত্রণাগুলো সহ্য করতে থাকলে
ক্রমশই স্পৃহাগুলো দগ্ধ হয়ে পোড়াবে কোন কালে।
না বলতে বলতে, প্রতিবাদ না করতে করতে
একদিন বক্ষ বিদীর্ণ হয়ে যাবার ভয় আছে সংঘাতে।
বেড়ে গেছে শুন্যতা-অপ্রাপ্তি-অপূর্ণতা
পৃথিবীর মতো ক্রমশ সংকুচিত হবার সমতা।
চাওয়ার অভিপ্রায় বিলীন হয়ে যাচ্ছে
অবজ্ঞার যাতনা কুড়ে কুড়ে খাচ্ছে-।
জমানো কষ্টগুলো সাথে নিয়ে
কোন একদিন রকিস পাহাড়ে দাঁড়িয়ে
বলবো, চীৎকার করে
স্বার্থপর মানুষগুলো দেখার অভ্যাসে হয়ে গেছি- আমিও স্বার্থপর অগোচরে।
প্রিয়তমাকে একান্ত পাবার জন্য বাহুডোরে
জীবনের সমস্ত ব্যকরণকে উপেক্ষা করে,
স্বেচ্ছাচারীতায় নিজেকে শুধু হতাশ রেখেছি
দৃষ্টি জুড়ে বায়ুমন্ডলের শুন্যতা দেখেছি-।
দীর্ঘকাল ধরে পোড়া মৃত্তিকার খোলসে গচ্ছিত কষ্টগুলো নিলম্বন
একদিন ঠিকই বোমার মতো হবে নিউক্লীয় বিভাজন।
ভালোবাসা-আকাঙ্খা-কামনা
কোনকিছু অবশিষ্ট আর থাকবে না,
ঘৃণা আর চিরচেনা অভিমানে হৃদয় পূর্ণ করে
মুক্ত করে নেবো- নক্ষত্রের চেয়েও বেশী দীর্ঘকালের প্রেমের।