কিছু ভুল জীবনে অনেক পরে বুঝতে পারা যায়,
দীর্ঘ বছরের পর হলেও একটা দিন তুমিও বুঝবে !
ফিরে আসার ক্ষিপ্ত আর্তনাদে প্রচন্ড প্রচেষ্টা করবে।
অথচ সে অনাকাঙ্খিত আকুতির পরিতৃপ্তি পাবে না।
একটা সময় বিবেকের তাড়নায় মানুষ তার ভুল বুঝে,
অতীতকে শোধরানোর আকাঙ্খা করবে; অনুশোচনায়
কিন্তু তা আর সম্ভবপর হয়না। হৃদয় বড়ই দুঃখপ্রবণ।
কিছু ভুল জীবনকে নিঃশেষ করে দেয় তিলে তিলে-
আজকাল জেদের কারণেই নিজেকে সুখী ভাবছো?
দূর থেকে দূরে গেলেই আমার প্রতি আঘাত বাড়িয়ে
প্রতিশোধ নেবার রক্তচক্ষু ক্ষোভে ফেটে পড়েছিলো !
সেই তুমি ভীষণ কাঁদবে- স্বর্ণের পালঙ্কে শুতে পারলেই
কেউ চিরসুখী হয়না ! নতুন দেহবাসনায় সবাই ব্যকুল।
কিছু স্মৃতি একদিন মনে পড়বে- ব্যথায় করবে রোমন্থন
কাকে হারিয়ে সব হারিয়েছো, স্মৃতিগুলো করবে দংশন।