এই জীবনে ছিলেনা-
পাবার আশ্বাসে কতকাল কেঁদেছি জানো না।
এসেছো যখন-
হারাবার ভয়ে কেঁদেছি তখন।
চলে গেছো অজানায়-
কেঁদেছি ফিরে পাবার বাসনায়।
তোমাকে পাবো কিনা
আকাঙ্খা থামেনা
সেই দুশ্চিন্তায় নির্ঘুম রাত
একাকী বিষন্নতার আঘাত।
পেয়েও হারানোর ভয়
হারিয়ে পাবার সংশয়,
ভেবে যাই- দোদুল্যমান চিন্তায়
দেহ ছাড়িয়ে তব অন্তঃকরণ স্পর্শ করার আশায়।