প্রায় সকলেই জানে, জীবন কখনো কোন বিশেষ মানুষের জন্য থেমে থাকেনা। আপনাকে একজন অবহেলা করলে অসংখ্য মানুষ গুরুত্ব দিতে পারে। বিশেষ কারো জন্য জীবনের বিশেষ মূহুর্তগুলো নিঃশেষ করে সেই মানুষটির প্রতি নিজের স্বকীয়তা বিসর্জন দেওয়া অস্বাভাবিক কিছু নয়। নিয়মিত অবজ্ঞা করা অকৃতজ্ঞকেই আমরা অন্তকরণে অজান্তেই পুষে রাখি।
যে মানুষটির কাছে বরাবরই বিরক্তির কারণ হয়ে আছেন, হয়তো সে কোন কারণ ছাড়াই আপনাকে সহ্য করতে পারে না। আগে ভালোবাসতো কিংবা কখনোই ভালোবাসেনি; সেগুলোর ওপর বর্তমান পরিস্থিতি নির্ভর করে না। আপনার গুরুত্ব ও মর্যাদা ধারণ করার মতো ক্ষমতা ও মানসিকতা তার নেই।
তবুও তার প্রতি অগাধ বিশ্বস্ততা ও ভালোবাসা নিয়ে ছুটে চলা-।
একমাত্র আপনাকে হারানোর মধ্য দিয়ে সে নিজের পৃথিবীটাকে হারিয়ে ফেলবে, আফসোস ও কাতরোক্তি ব্যতিত তার নিকট কোন প্রবোধই অবশিষ্ট থাকবে না।
এখন আপনি হারিয়ে গেলে তার কিছু যায় আসে না, তবে অদ্যকার জেদেই সে হারিয়ে ফেলবে নিজের ভরসা, নির্ভরতা ও বন্ধুত্বের অমূল্য অবলম্বন।
বিশেষ কারো ওপর দূর্বল হয়ে গেলে সেটা প্রকাশ না করাটাই সুক্ষ্ম চিন্তার পরিচয়।