যে চলে যায়
কারণে বা অকারণে হোক
যে চলে যায়
তাকেই আমরা প্রাণপন আটকে রাখার বৃথা চেষ্টা করে যাই।
প্রয়োজন ফুরালে বা প্রয়োজন থাকলেও
চলে যাওয়াটা মূল কথা।
কেউ চলে গেলে
হতাশ হয়ে পড়ি
নিজের ভালো-মন্দ বোঝার জ্ঞান
শুন্যতায় আত্মহুতি দিতেও দ্বিধা করতে চাই না।
স্বভাবে অথবা অতৃপ্তি নিয়ে চলে যাওয়াটা সম্পর্ক ভাঙতে পারে
সুযোগ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না।
যে চলে যায়
তাকে বোঝানোর কিছু নেই
চলে যাওয়ার মানুষগুলো অপরকে ঠকাতে গিয়ে
চরমভাবে নিজের জীবনের কাছে হেরে যায়।
যে চলে যায়
তার ফিরে আসার অপেক্ষায় নিজেকে নিঃশেষ করেও লাভ নেই।