বিচ্ছিন্ন দ্বীপের মতো করে
আমার বক্ষে যে তোমার বসবাস
সেটা কি নিজে জানতে পারো না?
আমার হৃদয়ে যে তোমার অবস্থান
সেটার প্রতিও তো তোমার দৃষ্টিপাত নেই !
যখন দীর্ঘশ্বাস ফেলি; শুন্যতার
একাকিত্বের-নিঃসঙ্গতার-নির্জনতার
তখন কেবল আবেগ ভেবেই এড়িয়ে যাও।
তোমায় কি কিছুই ভাবায় না?
আমার আগ্রহ-আসক্তি-অনুরাগের
বিষয়গুলো কি তোমার অনুভব পর্যন্ত
কোনভাবেই স্পর্শ করেনা?
সবকিছুই যদি বলতে হয়
ভালোবাসা বুঝেও না বোঝার ভান
আর কতকাল করে যাবে
আর কতকাল অনিশ্চয়তার শঙ্কায় ভোগাবে?
এ বক্ষের মাঝে যে গভীর উপলব্ধি
তোমার সকল মানবিক চাহিদাকে
প্রাধান্য দিয়ে- মায়া ও স্নেহের পরশ বুলাই
তার গভীরতাও কি তব হদয়কে জাগ্রত করেনা?
কাছে পাবার যতটা আকুতি-মিনতি;
এই ভালোবাসাই অনিহাকে দূর করে
তব বিরাগই ভালোবাসার প্রকাশ হোক।