যদি নাহয় দুচোখ রাখা
দুচোখের মাঝে,
রঙ-তুলি-ক্যানভাসে
যদি ভেসে না ওঠে মুখাবয়ব !
তৃপ্তির আস্বাদন
না পেলেও
গোলাপের ফুল থেকে পাঁপড়ি
গ্লাসের নীচে পড়ে রবে-
শুকনো পাতা কেউ জলে ভিজিয়ে রাখেনা।
কখনো একসাথে পথচলা না হলেও
একসাথে, গল্প- স্পর্শ, চুম্বন
কোনকিছু না হলেও
চিঠি-চিরকুট আদান-প্রদান অথবা
ফোনকল, মেসেজ না করলেও
বিরক্তির সাথে যার কথা ভাবো
যার নাম নিতেও ঘৃণাবোধ কোরো;
সে আমি তোমায় ভালোবাসি।
আমাকে বলো, “তুমি আমাকে ভালোবাসো”
অন্তত একটিবার উচ্চারণ কোরো-।