নারীরা হুট করে কাউকে ভালোবাসে না; বিস্তর পরিকল্পনা নিয়ে সম্পর্কের চর্চা করে মাত্র।
তারা কেবলমাত্র জেদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অবহেলার পাত্রী হতেও রাজি।
যদি বলা হয়- জৈবিক চাহিদা মেটানো, অর্থ মোহ, যত্নের কাঙাল, বিলাসিতার প্রতি আসক্ত !
নারীরা তার কোনটাতেই আটকে যায় না।
মূলত, প্রতারণার স্বীকার হয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বস্ব খুইয়ে দিয়ে
প্রশান্তির দীর্ঘশ্বাস নেওয়ার ভান করে।
নারীরা সহজ !
তবে তাদের জয় করা সম্ভব নয়।
তাদের কাছে আবেগ, আসক্তি ও ভালোবাসার কোন মূল্য নেই।
নারী মানেই মন চাহে জিন্দেগী। তাল মিলিয়ে চলতে হয়, যাতে বেঁকে না বসে।
একবার তাদের হৃদয় থেকে বের হয়ে গেলে পূণরাবৃত্তি অসম্ভব।
আজকাল সুন্দরীরা প্রবঞ্চক খদ্দেরদের হাতবদল পণ্য।