অনেকে এ জীবনে এসেছে
মুখেই ভালোবাসা রেখেছে !
অনেকে এসেছে আবেগে
পরিস্থিতির স্বীকার হয়ে অনুরাগে-।
সত্যিকারের কারো করুণা কিংবা মায়া
কেন জানি স্পর্শ করেনি; সে ছায়া
অথচ অনেকের চোখে অতুলনীয়
রয়েছি মোহনীয়-।
সবচেয়ে সুন্দর- প্রেমে পড়া
তবে সে প্রেম টিকিয়ে রাখা সহজ নয়;
কারণে-অকারণে চলে যায় যারা
অতঃপর দীর্ঘশ্বাসে সবি শেষ হয়।
কারোর আসাই নিঃস্বার্থ হয়নি;
উপেক্ষা-অবহেলা-অবজ্ঞার মাঝেই
একসময় বলে কিংবা না বলেই
একা করে চলে গেছে- ধরে রাখতে পারিনি।
থেকে যাওয়ার জন্য কেউ আসেনা
কেউ ভালোবাসেনা,
প্রত্যেকে নিজের স্বার্থেই
অপরকে ভালোবাসার অভিনয় করেই।
একে অপরকে সন্দেহ করে স্বভাবে
নিজেরা সুযোগ-সুবিধার কথা ভেবে
সম্পর্কের জটে আবদ্ধ হই
দীর্ঘ করি লেনদেন- পরম প্রাপ্তিতেই।
বিচ্ছেদ বা বন্ধন ছিন্ন করে প্রস্থান হয়
কেবল যারা একাকিত্ব ঘুচাতে এসেছিলো সহসায়।