স্কুলের বারান্দায় উল্লাস হতো
বন্ধু-বান্ধবীদের সাথে আনন্দ কত !
ফেলে আসা শৈশব
স্মৃতিগুলোর সোনালী গৌরব।
পার্কের নির্জন পরিবেশে
কেউ হাত দুটো ধরবে না
পাশে এসে বসবে না
পলকহীন তাঁকিয়ে রবে না
কিংবা আলতো করে হেসে।
খেলার মাঠ থেকে শুরু করে
চায়ের দোকানে আড্ডা, ব্রীজে-নদীর পাড়ে
নিয়মিত নিশিতে বাড়ী ফেরা
উদ্দেশ্যহীন জীবন যেন ভুলে ভুলে ভরা।
মায়ের বকুনি, বাবার শাসন
অসুখে মমতাময়ীর ছিলো সেবাদান !
সেসব দিনগুলো দেখা হবে না আর
এ্যালবামে গেঁথে রবে- স্মৃতিকাতরতার।