পরিচিত হয়ে আন্তরিকতা পেলে
ভাব বিনিময় হলো কোন কালে,
তাই ভালোবাসার টানে
ডুবে গেলে সংগোপনে।
উচ্ছ্বাস নিয়ে এসেছিলে
ফেরাতে পারিনি, দেইনি দূরে ঠেলে
মায়ার বাঁধনে
ভীষণ প্রেমের কারণে
দিলেম পরানে ঠাঁই
অনুভবে এক হৃদয় নীতি চাই।
না বলে যাবে চলে
ভাবিনি কখনো কস্মিনকালে,
অন্যত্র যৌবনের সুখ হয়তো পাবে
প্রশান্তি পাবেনা; ছলনার শাপেই দগ্ধিত হবে।