বৃষ্টিতে ভিজে গেল প্রিয়তমা !
অপলক দেখে তাই
মহামিলনের তৃপ্তি পাই
যত ছিলো সুপ্ত কামনা জমা,
তাকে দেখার সুখে
বাড়ছে অসুখে
ভিজে গেলো- আনমনা
মম শুকনো হৃদয়খানা।
বৃষ্টি ভেজা প্রিয়তমা !
এই পৌরুষ চোখে
তোমাকে দেখে দেখে
সৃষ্টি হোক মায়া- ওগো রূপের সুন্দরীতমা।