বদলে যাওয়াটা খুব স্বাভাবিক
খুঁজতে ছুটিনা তাই দিগ্বিদিক।
ভেবেছিলে, অপেক্ষায় রেখে
আত্মতৃপ্তি নিবে আবেগ দেখে-
বিশ্বাস করো বা নাই করো আর
অপেক্ষায় থাকিনা তোমার,
ভেঙেচুড়ে যাওয়া হৃদয়ের
নেই কোন হাহাকার।
হলে অন্যের প্রতি আসক্ত
আমাকে দেখিয়ে বিরক্ত
আগের মতো ফোনকল, মেসেজ কোনটাই করিনা
ভুলেও খুঁজতে যাইনা
কোথায় আছো, কেন আসোনা?
নাম্বার পরিবর্তন করেছো কিনা !
যে নিভৃতে চলে যায়
সে কভু ফিরেনা সহসায়।
জানি, আমায় আর মনে পড়েনা
বোকার মতো আমিও ভাবিনা।
রাতের পরী, সিগারেটের নেশা
ছেয়ে নেয়নি নিকষ তমসা।
দেখে, বদলে যাওয়া তুমি
দীক্ষা পেয়েছি নিজেকে দৃঢ় করতে আমি।