হয়তো স্বার্থপরতা নিয়েই
মানুষের জন্ম হয়,
একটা সময় আপন-পর বলে
কিছু থাকে না।
প্রয়োজনের তাগিদে
মাতৃত্বের দোহাই দিয়েও
পরিস্থিতি ঠেকানো যায় না,
এক সেকেন্ড অসহ্য লাগে
আবার সহস্র দিনের অতিক্রম
আক্ষেপের হয়-।
বিনা কারণে বিনা মোহে
অকারণে আকাঙ্ক্ষায় ছটফট করে
প্রতিটি ব্যথিত হৃদয়।
একা জন্ম একা মৃত্যু
অথচ মাঝখানে
একা থাকা কী ভয়ানক !
দূর্বিষহ যাতনার শেষপ্রান্তে দাঁড়িয়ে
মানুষ অনিচ্ছা সত্ত্বেও বেঁচে থাকে,
সেখানে লাভ-ক্ষতির বিশ্লেষণ নেই।
কখনো ভালোবাসার প্রতিদানে শাস্তি;
আত্মিক শান্তির মৃত্যুদন্ড।