বাহির থেকে সবকিছুই ঠিকঠাক থাকে
হয়তো চেহারার মাঝে খানিকটা বিষন্নতা
কিন্তু বক্ষ বিদীর্ণ হবার একটা ব্যাপার আছে।
সেখানে পাওয়া না পাওয়ার কঠিন হিসেবে
অন্তর্দহনে চলে শুন্যতার ঝড়-।
যন্ত্রণা বিষিয়ে তোলে- না পাওয়ার পরিণতি
চিরকাল তীব্রতর কামনাই বাড়ায়।
একটা অনুভব আছে; যার উৎপত্তি
প্রাণবন্ত স্পর্শ ও অপলক দৃষ্টির মধ্য দিয়ে চলে গেছে
কারো প্রতি নিষ্কাম প্রবণতা এসে গেলে
অভিমান কিংবা অপেক্ষাও অস্থির করে তোলে।
প্রতীক্ষার পর প্রতীক্ষা অনবরত যাতনার প্রকাশ
বিরক্তি থেকে রাগ ও ঘৃণার সৃষ্টি হয়
সে অবহেলাও কখনো আসক্তিতে চরমভাবে আকৃষ্ট করে।
একাকিত্বের কালে কষ্টগুলো জেঁকে বসে
চূর্ণ-বিচূর্ণ হয় ভাবনার।
বক্ষ বিদীর্ণ হবার একটা ব্যাপার আছে
তা দেখানো যায় না, হয়তো বোঝানো যায় না
অনুভূতির মধ্য দিয়েই নিজের কষ্টগুলোর ন্যায়
অপরের দুঃখ বুঝে নেওয়ার পরিমাপ করতে হয়।
অনিশ্চয়তায় আকাঙ্খাকে অযথাই দীর্ঘ করে
পাওয়ার মূল্য বুঝে আগলে রাখার শক্তি অতিশয় জরুরী।