ধীরে ধীরে সবকিছু যেন ভুলে যাচ্ছি
ভুলে থাকছি অতীতের ব্যর্থতার স্মৃতিগুলো।
কখনো ভুলতে পারছি কিংবা ভুলে থাকবার অজুহাতে
একাকিত্বকে গ্রহন করে নিঃসঙ্গতায় কষ্ট পাচ্ছি।
জানি, নিশ্চিতভাবে কখনোই ফিরে আসবে না,
কখনোই আমাকে আর ভালোবাসবে না।
ব্যর্থদের কেউ কখনো ভালোবাসে না।
সফলদের সখ্যতা থাকে বিলাসিতায়,
বিলাসিতার উচ্চাভিলাষে তীব্রভাবে
যে তোমার অতুপ্ত হৃদয় ছুটে চলেছে;
তা থেকে নিজেকে নিবৃত করতে পারবে না।
সে হৃদয়ে ভালোবাসার কোনরূপ সহমর্মিতা নেই,
আছে শুধু উপেক্ষা করে নিজেকে দাম্ভিকতার শিখরে উঁচিয়ে ধরার।