গোলাপের পাঁপড়ির মতো ঠোঁট দুটো নিয়ে এসো-
এঁকে দেবো সহস্র শতাব্দীর চিহ্ন
ঝড়ের মতো শিহড়ণে
স্পর্শের অনুভূতি পাবে
প্রচন্ড অস্থিরতার সুখাবহ সে প্রাপ্তি।
পরাণের একটুকরো কাগজ আনো-
চিরায়ত প্রেমপত্র লিখে দেবো,
বারংবার পড়বে আর
বুকে চেপে স্বস্থি নেবে অনন্তকাল।
একটা পরিণত মানুষের দেহ নিয়ে এসো-
পরিপূর্ণ তৃপ্তি পেয়ে যাবে,
ইচ্ছা ও আগ্রহ সহকারে আসো
অসীম প্রেমের সুধা পেয়ে যাবে।
একটা হৃদয় আনো-
বৈধতার চাদরে এক হবো- সর্বস্ব বিলিয়ে।
সূত্রঃ একরাত্রির কাব্যগ্রন্থ।