আমরা বারবার ভুল করি-
কাকে ভালোবাসা দেওয়া ঠিক,
কাকে ভালোবাসা দেওয়া ঠিক না।
কার ওপর দূর্বলতা দেখানো ঠিক,
কার ওপর দূর্বলতা দেখানো ঠিক না।
ডাক শুনে দরজা খুলে দেওয়া আর কেউ ভেঙেচুরে ঘরে ঢুকলে কিংবা চুপিসারে ঘরে ঢোকার পার্থক্য তো আছেই-।
আমরা ভুল করি- ভুল মানুষকে ভালোবেসেও অনেকটা জীবন ভালো মানুষকে এড়িয়ে চলি। পাশে থাকা মানুষ গুলোই একসময় বিশ্বাস ভেঙে চলে যায়;
নিরাশ হয়ে পড়ি- সমস্ত মানুষের ওপর বিশ্বাস উঠে যায়।
আমরা ঠিক বুঝতে পারি না
কার সাথে থেকে যাওয়া উচিত?
কার জন্য? কার জন্য এতোকিছু
নিজের ভালো লাগা গুলোও উপেক্ষা করে প্রিয় মানুষটাকে সুখী করতে যেয়ে অনেক কিছু হারাই।
আমরা ভুল করি- ভুলের মাশুল দিতে পারিনা কখনো,
কিছু ভুলের প্রায়শ্চিত্ত হয়না।
কিছু ভুলের সমাধান নেই।
ভুল মানুষকে বুকে নিয়েও ভালো করবার কিংবা ভালো থাকার ভানের চেষ্টা করি-।
অন্যকে বুঝতে দেইনা
কতটা আঘাত সহ্য করেই
জীবনটাকে মানিয়ে নিতে হয় !
যখন কোনদিকে কোন উপায় থাকেনা
অবশেষে মানিয়ে নেওয়াটা শিখে যাই।
নিজের মতো করে পাওয়া আর নিজেকে মানিয়ে নেওয়ার একটা পার্থক্য তো আছেই-।
আমরা বারবার ভুল করি
কার জন্য অপেক্ষা করা ঠিক,
কার জন্য অপেক্ষা করলে অপেক্ষার প্রাপ্তি হৃদয়কে প্রশান্ত করবে।
সঙ্গ দিলে আর কাছে থাকলেই বুঝি মানুষ মানুষকে বোঝে?
দূরের মানুষ অতি আপন এবং কাছের মানুষ অতি দূরেরও তো হয়।
কারো ওপর বেশী নির্ভর হয়ে গেলেই আমরা প্রতারিত হয়ে যাই,
নিজেকে জর্জরিত করি নানান সমস্যার মাঝে।
ভুল মানুষকে ভালোবাসবার ইচ্ছে কারোই নেই
কিন্তু সঠিক-ভুল চেনাটা সহজ নয়।
ভালো মানুষ, খারাপ মানুষ আমরা বুঝতে পারিঃ
বুঝতে পারি না- যে কাছে থেকেই নিয়মিত অভিনয় করেই যায়।
আমরা ঠিক বুঝতে পারি না
ভালোবাসবার ইচ্ছেটা ঠিক কার জন্যই থাকা উচিত !
সন্মান, দায়িত্ববোধ ও আবেগ-উপলব্ধি যেখানে নেই
বিশ্বাস আর ভালোবাসা সেখানে প্রশ্নবিদ্ধ।