আমরা হলাম ভন্ড
বিশ্ব দ্যাখে কান্ড-!
নিজের ভুল গোপন করে
আঙুল দিয়ে পরপারে,
বিজ্ঞানের দেই দোহাই
জ্ঞান পাপীদের জ্ঞানী ভেবেই
বিদ্বেষ আর গুজবকে করেছি মূলমন্ত্র
আমরা সবাই ভন্ডামিতে স্বতন্ত্র।
দেশের মানুষ না খেয়ে হাভাত
তবুও শাসকের চাটুকারিতায় আমরা হই অভিসম্পাত।
আমরা সবাই ভন্ড
ভুলে যাই- সত্য মানাই যে কামিয়াব, সেখানে রেখেছি গলুই প্রকান্ড।
আমরা সবাই ভন্ডামির সাধনায়
নামে-বেশভূষায়-কামে-চিন্তায়
অপরের দোষ খুঁজে বেড়াটাই
বিতর্কিত তর্কে ভাইরাল হতে চাই
আমরা সবাই ভন্ড
নিজের জেদে দাঁড় করাই বিষবাষ্পের হিংসার দন্ড।