একটু খানি হাসি
দেখবো বলে
নানান ছলে
তোমার কাছে আসি।
মান অভিমান ভুলে
সব অভিযোগ ফেলে
হাত দুটো রেখো হাতে
বেঁধে নিবো ভালোবাসাতে।
একটু খানি হাসি
পেলে পাশাপাশি
সুখের সায়রে ভাসি
তোমায় অনেক ভালোবাসি।
একটু কাছে পেলে
সকল যাতনা ভুলে
ভুলে যাই যেন শত দুঃখ
দেখে তব হাসি মুখ।