আজকাল আকাশ দেখি-
প্রচন্ড বেদনার কালে
আকাশ দেখতে হয়,
আকাশের ওপারে হৃদয়ের সমস্ত মান-অভিমান শোনার কেউ একজন আছেই।
মেঘগুলো আকাশ দেখতে না দিলেও অপলক চেয়ে থাকি
☁ মেঘ সরে গেলে
শরৎ কিংবা বর্ষার প্রকৃতি হোক
আজকাল আকাশ দেখারই সময়।
মনের কথাগুলো মানুষকে বলে লাভ নেই, স্বান্তনা খুঁজলেও
দুঃখের মোচন হয়না।
আমার দৃষ্টি রকেটের গতিকে ছাড়িয়ে যায়; অরবিটালের মতো স্বয়ংক্রিয় হয় !
আজকাল আকাশ দেখি-
প্রচন্ড বেদনার কালে আকাশ দেখতে হয়।
নিজের চাওয়া ও না পাওয়ার ব্যাপার সমূহ কারো সাথে শেয়ার করে নিতে হয়,
আমার তেমন কেউ আছেই
আকাশের ওপারে-।
দু'হাতে মহাশুন্যকে সরিয়ে আমি বিভোর তাকে দেখবার সুখেই;
যার দয়া-মায়ায় অলৌকিক ভাবে বেঁচে আছি
সমস্ত বিজ্ঞানের যুক্তিতর্ক ফেলে  
অবশেষ প্রমাণিত হয়
নিজের নিয়ন্ত্রণ স্বাধীন হলেও
আকাশের ওপার থেকে তাই নির্ধারণ হয়েই আছেঃ
সব চিন্তা-দুশ্চিন্তা, আবেগ-অনুযোগ, প্রাপ্তি-অপ্রাপ্তি
সবকিছুই।

আজকাল আকাশ দেখি-
হৃদয়ের অশান্ত যন্ত্রণাগুলোকে শান্ত করতে।