আমি দেবদাস হতে চাই না......
যদিও বা তুমি হয়ে গেলে পারো৷
জীবনের রোমাঙ্চকর মুহূর্ত গুলো
হয়তো তোমাকে মিস করতে করতেই
দিশেহারা হয়ে পড়বে৷
আবেগের নারকীয় তাণ্ডবে....
বিপন্ন হয়ে যাবে আমার অস্তিত্ব.......
হয়তো জ্বলবে না আর
দেদীপ্যমান ভালোবাসার শিখা৷
তবু, তোমাকে দুদণ্ড ভুলে থাকার তরে
অন্য কারোর হতে পারবো না......
তা সে হোক সুরা, বা চন্দ্রমুখী৷
ঝরা গোলাপের পাপড়ির মতো
যৌবনের টুকরোগুলো মাটিতে পড়ে ম্লান হয়ে যাবে.....
উপহাস করবে চন্দ্রালোকিত জ্যোত্স্না;
বিরহের সুর তুলবে আষাঢ়ের মেঘ.....
তবুও ভুলব না তোমার নিরংকুশ প্রণয়.....
আমার ঘাড়ের কাছে এসে পড়া স্নিগ্ধ নিঃশ্বাস ......৷৷