আমার জীবনের সাতরং...
যা তোমার উদাসীন তাচ্ছিল্যে
আজ কাচের ভাঙা চুড়ির টুকরো.....
তবু তো মনের গহীন অন্ধকারে
খুদে খুদে স্বপ্ন চুমকির মতো ঝিলিক মারে৷
আমি যেন দুর্ভাগ্য, ব্যর্থতা আর নিরাশার ত্রিবিধ দর্পন৷
আমার খাঁটি ভালবাসাও এখন
তোমার কাছে ঘষা কাচের মতোই অস্পষ্ট....
তাই তো সাদা কাগজের মতো নির্মল সম্পর্কের মাঝেও
সুস্পষ্ট হয়েছে বিন্দুর ন্যায় ছিদ্র৷
তবু একটি বারের মতো তুমি এসো;
এই ভাঙা চুড়ি, চুমকি, দর্পন, ঘষা কাচ আর ছিদ্রপর্দায়
বানিয়ে তুলি একটা স্বপ্নময় ক্যালাইডোস্কোপ৷
তোমার জীবন হয়তো কোনোদিন রাঙিয়ে তুলতে পারব না,
তবুও জীবনের রংমহলের নক্সা তো দেখাতে পারব....৷