জাকজমকের পূর্ণতা ছিল
আসিনি যখন ভবে
শুনায়েছে মামী প্রথম সারিরা
মেতেছিল উৎসবে
মা,খালা,মামা দশ ভাই বোন
সন্তান সন্ততি কত
নানার ভাই বোন ভাগ্নে ভাবিরাও
এরই সাথে যোগ হত।
উনুনের পিঠে মামী খালাদের
জীবন হইত শেষ।
তার সাথে কত গৃহকর্মিরা ও
করিতো কষ্ট ক্লেষ
ঐতিহাসিক কত গৃহকর্তা ও কর্মী
ছিল নানার ঘরে
এসেছি পেরিয়ে কতকাল,তবুও
সবারে আজও মনে পড়ে
দেখতে ছোট খাট, হাসি খুশি মুখ
বেশ ছিল ময়নার মা
কোথায় কি হালে আছে,বেঁচে নাকি
মরে গেছে,তা ও জানিনা
লেখা পড়া দুরে থাক, জানতনা
গণনা সে এক মেয়ে
যেন সকলকে বাসত ভাল
মন উজার করে দিয়ে।
সহজ ও সরলতা ছিল তার
সদা বড় গুন
শুনেছি, সে ফজিলা নাকি
হয়ে গেছে খুন।
নানার আমলে এসেছিল আঁট
বছরের আলমগীর ভাই
আজ নাতিনাতনির নানা, তবু
আমাদের মাঝে খুঁজে ঠাঁই।
যায়েদা,মাসুমা,রেবা কে কোথায়
কেমন আছে বুয়া আমিরন?
ঐ দুর স্মৃতি থেকে মুছে গেছে অনেকেই
কাউকে খুঁজে ফিরে মন।
কথায় কথায় হাসায়েছে লোক
কোথা সেই চান বরু খালা?
কোথা সে খেলার সাথি শাপলার
ফুলে যারে পরায়েছি মালা।
মাকসুদা শাহিনুর রিমু রেখা জাহানূর
মনযে খোঁজে কত কারে?
জয়নাল মামা,সেতো প্রহরী থেকেই
জমায়েছে পাড়ি পরোপারে
ছিলনা তো নেট নাহি ছিল ফোন
তবু এক হত শত মন
কেউ আজ সরে গেছে দুরে
হারিয়ে ফেলেছি কত জন।
হায় হ্যালো বিজি,কে কোথায় আজি
কাউকে বা পাই শুধু ফোনে
মিলনের আনন্দ টা বহুদিন আগেই
খেয়ে ফেলেছে বুঝি ঘোনে।