দশই মুহররম মুসলমানের
হৃদয় বিদারক দিন
সোকের ছায়ায় ছাইলো ফোরাত
বাজল ব্যথার বীণ।
নারী ও শিশুর অাহাজারিতে
কাপে অাসমান ও জমীন
নবীর বংশ ধংসিতে কাপে নাই
দিল পশু কঠিন।
ফোরাতের তীরে থাকিয়াও কেন
পানি পানি হাহাকার?
মরূ লু হাওয়ায় নিদারুণ সোক
ক্ষিমা কেঁদে যারে যার
সত্যের লাগি নবজাত সহ
অকাতরে কত জীবন দান
বুকের তাজা লৌহ ঢালে
ক্ষুধা তৃষ্ণার কাতর প্রান।
দুগ্ধ শিশু অাসগরের
করুণ অার্তনাদে
অাকাশ বাতাস ভারাক্রান্ত
কারবালা অাজও কাঁদে।
হারায়ে সবারে সোকাহত বীর
তবু হাতে নিলো জুলফিকার
বাতিলের কাছে শির নত নয়
দৃষ্টান্ত রেখে গেছে তার
ফাতিমার দুলাল নবীর কলিজা
ধুলায় লুটায় কারবালার
মস্তক হিন ছিন্ন দেহ
কিযে মর্মান্তিক দৃশ্য তার।
নিষ্ঠুর ভাবে জীবন দিয়েও
হোছাইন তুমি চির অমর।