ওগো দয়াময়
তোমার গুনোগান গাই যদি সারাক্ষণ।
তবুও তা শেষ হবার নয়
ধরে এ নিখিল ছবি,
যুগে যুগে লেখে কবি,
তাতে প্রসংসা তোমার কিবা লেখা হয়?
ওগো দয়াময় তোমার তারিফ গাওয়া
সবই বাকি রয়।
না চাহিতে কত কি যে দিয়েছ মোদের
করিলে নাফারমানী নাও না তা ফের
যার শুকরিয়া কভু হবেনাকো শেষ
যদি সৃষ্টি তামাম থাকি চির সিজদায়
ওগো দয়াময়, তোমার তারিফ গাওয়া
সবই বাকি রয়।
মোর প্রতিটি কদমে তব দয়ায় ভরা
শ্বাসে নিঃশ্বাসে কত করূনা ঘেরা
গণক,জ্ঞানী,কবি ভেবে নাহি পায়
সেরা বিজ্ঞানী তুমি প্রমান ধরায় (ঐ)
ওগো দয়াময় তোমার তারিফ গাওয়া কিছুই কি হয়?