ধরা ছোঁয়া যায়না যারে নেই রং রূপ ঘ্রান
সেই করনায় কেড়ে নেয় লাখো কোটি প্রান
বিশ্বটা জুড়ে দেখি বিসাদের কান্না
মৃত্যু মিছিল আর কফিনের বন্ন্যা
কোটি হৃদয়ের আশা নিভে হলো ম্লান।
করোনায় করে দিল পৃথিবীটা এক ঘরে
জলপথ স্থলপথ আকাশটা ও শূন্য পড়ে
করনা স্বজন নিল নিয়ে গেল পেশা
হাড়িয়ে গিয়েছে কত জীবনের দিশা
প্রয়োজন মেটে কি? বল,পেলে শত ত্রান!
করনায় শিক্ষা গেল, গেল কর্মচারি
করনায় পথঘাটে রেড জোন জারি
শূন্য রাস্তা ঘাট,বন্ধ দোকান পাট
স্বজনের আসা যাওয়া হয়েছে ভীষণ ঘাট
ইতিহাসের দির্ঘ ছুটি পেল শিক্ষা প্রতিষ্ঠান।
করনা এসে বদলে দিল পৃথিবির রূপ
জালিমের জুলুম তবু হয়নি নিশ্চুপ
খুন ধর্ষন চুরি,নিত্যই ভুরি ভুরি
পৃথিবীটা হয়ে গেল আজব মৃত্যুপুরী
করনায় কতোজনে দিলো অপমান।